কুমিল্লার পেপার ডেস্ক:
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে জামাল উদ্দিন নামে জামায়াতের এক নেতাকে নিহত হয়েছেন। একই ঘটনায় নাসির উদ্দিন নামের আরেকজন গুলিবিদ্ধ হয়েছেন, যিনি একই রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত বলে জানা গেছে।
শনিবার (১০ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তিনটি মোটরসাইকেলে করে আসা একদল দুর্বৃত্ত হঠাৎ জামাল ও নাসিরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই জামাল উদ্দিন মারা যান। গুরুতর আহত অবস্থায় নাসিরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে ফটিকছড়ি থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পুলিশ ঘটনাস্থল থেকে ছয়টি গুলির খোসা জব্দ করেছে।
নগরের জামায়াত নেতা শহিদুল্লাহ তালুকদার জানান, সন্ধ্যার দিকে মোটরসাইকেলে আসা কয়েকজন ব্যক্তি প্রথমে জামালের সঙ্গে কথা বলেন। কিছুক্ষণ পর তারা হঠাৎ গুলি চালিয়ে পালিয়ে যান। সে সময় জামালের সঙ্গে থাকা নাসিরও গুলিবিদ্ধ হন। দু’জনই জামায়াতের সক্রিয় নেতা ছিলেন।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গুলিবিদ্ধ দু’জনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জামাল উদ্দিনকে মৃত ঘোষণা করেন। পরে আহত নাসিরকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।