চৌদ্দগ্রামে আগুনে ক্ষতিগ্রস্ত নির্বাচনী অফিস, দোকান ও বাস পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ

চৌদ্দগ্রাম প্রতিনিধি।।
কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান বলেছেন, বাংলাদেশে জাতীয় নির্বাচনের কাজ চলছে। চৌদ্দগ্রাম আসনে নির্বাচনের কার্যক্রম সকলে সকলের দলীয় দৃষ্টিকোণ থেকে গণতন্ত্র উত্তরণের জন্য আনন্দ উৎসবে করবে-এটাই ছিল জনগণের কাম্য। নির্বাচনে প্রত্যেকে তার মত প্রকাশ করবে, পরামর্শ থাকবে এটাই গণতন্ত্রের সৌন্দর্য। তিনি বলেন, আমরা লক্ষ্য করছি বাংলাদেশ জাতীয়বাদী দলের নেতাকর্মীরা জনগণ থেকে বিচ্ছিন্ন ও প্রত্যাখাত হয়ে রাতের অন্ধকারে গোপনে জামায়াতের বিভিন্ন কার্যালয়, গাড়ী, বাড়ী-ঘরে আগুন লাগিয়ে সন্ত্রাস ও নৈরাজ্যর মাধ্যমে জনগণকে ভীত সন্ত্রস্ত করতে চায়। এর অর্থ হচ্ছে তারা নির্বাচনে জনগণের কাছে ভোট না চেয়ে ভোট ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।
তিনি বলেন আমরা দ্যর্থকণ্ঠে বলতে চাই, এই চৌদ্দগ্রামে সন্ত্রাসের এই আশপালনকে কোন ভাবেই জনগণ প্রশ্রয় দিবে না। ইনশাআল্লাহ নির্বাচন সুষ্ঠু হবে। প্রত্যেকে নিজের ভোট নিজে দিবে। সন্ত্রাস ও নৈরাজ্য করে যারা মানুষকে আতংকিত করতে চায়, তাদের পরাজয় হবে।

এলাকার মানুষের প্রতি আহবান করে তিনি বলেন, আপনার ভীত সন্ত্রস্ত হবেন না। সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে এবং জনগণের জয় হবে।
মঙ্গলবার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের সমেশপুর, শুভপুর ইউনিয়নের ধনিজকরা, গাছবাড়িয়ায় জামায়াতের নির্বাচনী অফিস ও বাতিসা ইউনিয়নের নানকরায় মাদরাসার ক্ষতিগ্রস্ত বাস পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের চৌদ্দগ্রাম উপজেলা আমীর মাহফুজুর রহমান, সেক্রেটারী বেলাল হোসাইন, পৌর আমীর মাওলানা মু. ইব্রাহিম, উপজেলা সহকারি সেক্রেটারী আবদুর রহিম, পৌর নায়েবে আমির কাজী মোঃ ইয়াছিন, উপজেলা যুব বিভাগের সভাপতি জয়নাল আবেদীন পাটোয়ারী প্রমুখ। এছাড়া সংশ্লিষ্ট এলাকার জামায়াত-শিবিরের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত রোববার রাতে ও সোমবার ভোররাতে বিএনপির কর্মীরা জামায়াতের তিনটি নির্বাচনী অফিস, জামায়াত সমর্থকের মুদি দোকান ও একটি মাদরাসার ছাত্রী পরিবহনের বাসে আগুন লাগিয়ে পুড়ে ফেলে।