চৌদ্দগ্রামে বীরমুক্তিযোদ্ধা ছাদেক হোসেনের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

চৌদ্দগ্রাম প্রতিনিধি।।
কুমিল্লার চৌদ্দগ্রামের কনকাপৈত ইউনিয়নের কালকোট গ্রামের বীর মুক্তিযোদ্ধা ছাদেক হোসেনকে(৮২) মঙ্গলবার নামাজে জানাযা ও রাষ্ট্রীয় মর্যাদা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।
এরআগে সোমবার দুপুরে অসুস্থ্যজনিত কারণে কুমিল্লার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

নামাজে জানাযায় ইমামতি করেন মাওলানা আবু তাহের।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান বেলাল হোসেন শান্ত, বর্তমান প্যানেল চেয়ারম্যান মীর হোসেন, বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের, বিশিষ্ট ব্যবসায়ী হাজ্বী জামাল উদ্দিন, সমাজসেবক হাজী মোস্তফা, কনকাপৈত ইউনিয়ন জামায়াতের আমির হাসান মজুমদার, আলহাজ্ব নূর মিয়া ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগীয় প্রধান মোহাম্মদ আলী, বিশিষ্ট ব্যবসায়ী হুমায়ুন কবির আলম, মাঈন উদ্দিন মোল্লা মামুন, বিএনপি নেতা ফারুক হোসেন মজুমদারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।