তিতাসে এনজিও আশা’র খাদ্যসামগ্রী ইউএনওর কাছে হস্তান্তর

মো. মহসিন মিয়া, তিতাস।।
করোনাভাইরাসের কারণে তিতাসের কর্মহীন, দুস্থ ও অসহায় মানুষের পাশে এগিয়ে এলো বেসরকারী (এনজিও) আশা। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সামনে আশা বাতাকান্দি শাখার পক্ষ থেকে ২০০টি পরিবারের জন্য খাদ্য দ্রব্যের প্যাকেট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. পারভেজ হোসেন সরকার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. রাশেদা আক্তারের নিকট হস্তান্তর করেন।
খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল, ১০ কেজি চাল, ২ কেজি মসুর ডাল, ২ কেজি আলু, ১ কেজি লবন ও ১লিটার সয়াবিন তেল।
এসময় উপস্থিত ছিলেন তিতাস আশা’র ডিস্ট্রিক ম্যানেজার মোঃ আব্দুল আহাদ, রিজিওনাল ম্যানেজার মোহাব্বত আলী, মো. কুদরতই খুদা মাসুদ, ব্রাঞ্চ ম্যানেজার মো. হুমায়ুন কবির, সহকারি ব্রাঞ্চ ম্যানেজার মো.সাইদুল ইসলামসহ বাতাকান্দি ব্রাঞ্চ এর কর্মকর্তাবৃন্দ।