পারভেজ সরকার, দেবিদ্বার প্রতিনিধি
কুমিল্লার দেবিদ্বার থানা পুলিশ এবং র্যাবের বিশেষ অভিযানে পর্নোগ্রাফি মামলার একমাত্র আসামিকে গ্রেফতার করেছি প্রশাসন।
গতকাল ভোলা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন।
মোহাম্মদ ইয়াসিন বলেন, গ্রেফতারের পর আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তি মো. আব্বাস ভোলা জেলার তজুমুদ্দিন থানার অন্তর্গত চাঁদপুর ইউনিয়নের পঞ্চায়েত কান্দি এলাকার দক্ষিণ আড়ালীয়া গ্রামের মৃত আবুল কালামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, আসামি বিভিন্ন ব্যক্তিকে প্রলোভন দেখিয়ে কৌশলে অজ্ঞাতসারে নগ্ন বা অর্ধনগ্ন ছবি ধারণ করত। এরপর এসব ছবি দেখিয়ে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করত এবং ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন সামাজিক মাধ্যমে এসব ছবি ছড়িয়ে দিত। বিকাশ ও রকেটের মাধ্যমে মোট ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া যায়।
ঘটনার পর ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে দেবিদ্বার থানায় মামলা নং-১১, তাং-২২/১১/২০২৫, ধারা ৮(১), ৮(২), ৮(৩) পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ অনুযায়ী মামলা রুজু করা হয়।