দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার দেবিদ্বারে আল মদিনা জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টারে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার প্রতিবাদে তিন দফা কর্মসূচি ঘোষণা করেছে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতি। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪ ঘণ্টা কর্মবিরতি পালনসহ মানববন্ধন ও স্বারকলিপি প্রদান কর্মসূচি ঘোষণা করা হয়।
সোমবার (৮ ডিসেম্বর) বিকালে আয়োজিত সংবাদ সম্মেলনে সমিতির নেতৃবৃন্দ জানান, গত ৪ ডিসেম্বর মোসাঃ লিজা আক্তারের মৃত্যুকে কেন্দ্র করে আল মদিনা হাসপাতালে হামলা চালানো হয়। এতে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের মাধ্যমে প্রায় সাড়ে ৪৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়।
ঘটনার প্রতিবাদে আগামীকাল সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪ ঘণ্টা কর্মবিরতি,সকাল ১০টায় মানববন্ধন, এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে স্বারকলিপি প্রদান। এই তিন দফা কর্মসূচি পালন করবে সমিতি।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন প্রাইভেট হাসপাতাল মালিক সমিতির সভাপতি মোঃ তাজুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক ভিপি ময়নাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, সেন্ট্রাল হসপিটালের চেয়ারম্যান মোঃ আবদুল আলীম সরকার, মোঃ তমিজ উদ্দিন, আল মদিনা হাসপাতালের কো-চেয়ারম্যান সুলতান আহাম্মদ মুন্সী, জেনারেল হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. শাহীন আলম সরকার প্রমুখ।