নাটক দেখে অনুকরণ করতে গিয়ে শিশুর মৃত্যু!

চাঁদপুর প্রতিনিধি।।
ইউটিউবে দেখা নাটকে ফাঁস দিয়ে আত্মহত্যার দৃশ্য অনুকরণ করতে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে আঁখি (১০) নামে এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিকালে ফরিদগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের তপাদার বাড়িতে ঘটনা ঘটে। শিশুটি ফরিদগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
স্বজনরা জানান, আঁখি ইউটিউবে ‘বিমু শোভা’ নামের নাটকে ফাঁস দিয়ে আত্মহত্যার দৃশ্য দেখে। নাটকের আদলে ফাঁস দিয়ে আত্মহত্যার অভিনয় করতে গিয়ে তার মৃত্যু হয়।
নিহতের দাদী নূরজাহান জানিয়েছেন, বৃহস্পতিবার বিকালে গৃহস্থালী কাজ থেকে ঘরে ফিরে আঁখির মা জান্নাত বেগম ঘরের দরজা বন্ধ অবস্থায় পান। জানালা দিয়ে উঁকি দিয়ে তিনি আঁখিকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে আঁখিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক আঁখিকে মৃত ঘোষণা করেন। ফরিদগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
ফরিদগঞ্জ থানার ওসি আব্দুর রকিব বলেন, শিশুটি একটি সিরিয়ালে আসক্ত ছিল। এ আসক্তি থেকেই সে আত্মহত্যার ট্রায়াল দিতে গিয়ে ফাঁস লেগে মারা যায়। ঘটনার খবর পেয়ে আমরা তার মরদেহ উদ্ধার করেছি। পোস্টমর্টেমের পর তার মরদেহ হস্তান্তর করা হবে।