নারী শিক্ষা জাতির অগ্রগতির ভিত্তি:চৌদ্দগ্রামে ইউএনও জামাল হোসেন

এমদাদ উল্যাহ, চৌদ্দগ্রাম প্রতিনিধি

নারী শিক্ষা একটি জাতির অগ্রগতির মূলভিত্তি উল্লেখ করে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ জামাল হোসেন বলেছেন, “নারীকে শিক্ষিত করা মানেই একটি জাতিকে শিক্ষিত করা। একটি ভবনের শক্ত ভিত্তির মতোই নারী শিক্ষার ওপর দাঁড়িয়ে থাকে জাতির সুশিক্ষার কাঠামো।”

সোমবার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের নানকরা আয়েশা ছিদ্দিকা (রাঃ) মহিলা মাদরাসার অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, “শিক্ষার গুরুত্ব কোরআন কারীমে বারবার উল্লেখ করা হয়েছে। সেই গুরুত্ব থেকেই এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছে এবং নারী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তাই নারী শিক্ষার প্রসারে সবাইকে সচেষ্ট হতে হবে।”

অনুষ্ঠানে মাদরাসার প্রতিষ্ঠাতা মজিবুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম মীর হোসেন এবং চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এ.কে.এম. সামছুদ্দিন।

মাদরাসার শিক্ষক ইদ্রিস ফরায়েজী বাবলুর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন কো-অর্ডিনেটর মাওলানা আবুল কাশেম, সমাজসেবক বাবুল মিয়া পাটোয়ারী, মিজানুর রহমান, ইউসুফ ভূঁইয়া, আবদুল হান্নান, আবুল খায়েরসহ শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা।

অনুষ্ঠান শেষে বিভিন্ন শ্রেণির কৃতী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।