গাজী রুবেল,ব্রাহ্মণপাড়া।।
বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুনের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) বাদ মাগরিব প্রফেসর সেকান্দর আলী ভূইঁয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এই দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন মাওলানা নুর মোহাম্মদ নূরী। এতে ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির এর সভাপতিত্বে ও এমরান হোসেন মাষ্টার ও মতিউর রহমান সেলিম এর যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এনায়েত করিম ভূইঁয়া, সাবেক যুগ্ম আহবায়ক মাহাবুবুর রহমান ভূইঁয়া দিদার, খোরশেদ আলম লাভলু, মো. মোস্তফা কামাল, সাবেক যুব বিষয়ক সম্পাদক হাসান ভূইঁয়া। এসময় উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক আহবায়ক আক্রামুল ইসলাম, জিসাসের সাবেক সাধারন সম্পাদক জয়নাল হাজারী, মো. গাজী ইস্রাফিল, তাজুল ইসলামসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বক্তব্যে ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘গণতন্ত্রের মা তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। তিনি যেন আগামী জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণ করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন সেজন্য তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা করেন। সবশেষে আপোষহীন দেশনেত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন মাওলানা আব্দুর রহমান।