অনলাইন ডেস্ক :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। রোববার (২৮ ডিসেম্বর) সকালে রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিক পদত্যাগপত্র পাঠান তিনি।
জানা গেছে, গতকাল শনিবার রাত ১০টার দিকে পদত্যাগপত্রে সই করেন মো. আসাদুজ্জামান। পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন তিনি। এরপর অ্যার্টনি জেনারেলের কার্যালয় থেকে তাকে বিদায়ী সংবর্ধনাও দেয়া হয়। তবে পরবর্তী অ্যাটর্নি জেনারেল কে হচ্ছেন তা এখনও জানা যায়নি।
প্রসঙ্গত, আগামী নির্বাচনে ঝিনাইদহ-১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে লড়বেন মো. আসাদুজ্জামান। এরইমধ্যে দল থেকে মনোনয়নও পেয়েছেন তিনি। এর আগে, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী হয়েছিলেন তিনি।
বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদকের পদে থাকা মো. আসাদুজ্জামান আওয়ামী লীগ সরকারের পতনের তিনদিনের মাথায় অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। এরপর তিনি বিএনপির পদ থেকে পদত্যাগ করেছিলেন।