মানিকগঞ্জ তিন বছর আগে চুরি হওয়া মাইক্রোবাস উদ্ধার, সাতবার হাতবদল

হাছিবুল ইসলাম সবুজ 

ad

মানিকগঞ্জ থেকে তিন বছর আগে চুরি হওয়া একটি মাইক্রোবাস দীর্ঘ তদন্তের মাধ্যমে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মানিকগঞ্জ। পিবিআই প্রধান অ্যাডিশনাল আইজিপি মোঃ মোস্তফা কামালের সার্বিক তত্ত্বাবধানে এবং পুলিশ সুপার জয়িতা শিল্পী, পিএসসি এর নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।

রবিবার ( ৭ ডিসেম্বর) বিকেলে পাবনার সাঁথিয়া পৌরসভার ইছামতি নদীর পাড় এলাকা থেকে মাইক্রোবাসটি উদ্ধার করা হয়।

মামলার সূত্রে জানা যায়, মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার লাউতা এলাকার প্রবাস ফেরত মেহেদী হাসান মিঠু তাঁর জমানো অর্থ দিয়ে একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ১৫-৬২৪৪) কেনেন। জীবিকা চালানোর উদ্দেশ্যে তিনি প্রবাস থেকে ফিরে যানবাহনটি ভাড়ায় চালানোর জন্য প্রতিবেশী এক ব্যক্তিকে মাসিক ৩০ হাজার টাকায় চালক হিসেবে নিয়োগ করেন। কিন্তু কিছুদিন পরই ওই চালক প্রতারণা করে গাড়িটি আত্মসাৎ করে বিক্রি করে পালিয়ে যায়।

নিরুপায় হয়ে মিঠু ২০২২ সালের সিআর মামলা নং—২৭৯(হরি) অনুযায়ী আদালতে মামলা করেন। মামলাটি তদন্তের দায়িত্ব পায় পিবিআই মানিকগঞ্জ। দীর্ঘ ১১ মাস তদন্তে জানা যায়, প্রথমে গাড়িটি কুমিল্লার চৌদ্দগ্রামে বিক্রি করা হয়। এরপর পর্যায়ক্রমে গাড়িটি চাঁদপুর, নারায়ণগঞ্জ এবং সর্বশেষ পাবনার সাঁথিয়া উপজেলাসহ মোট সাতবার হাতবদল হয় গাড়িটি।

পিবিআই জানায়, গাড়ি চুরির ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত চলছে এবং আইনানুগ প্রক্রিয়া শেষে গাড়িটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হবে।