সাজেকে শিক্ষার মান উন্নয়নে সেনাবাহিনীর অগ্রণী ভূমিকা

হাছিবুল ইসলাম সবুজ।। 

পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং মানবিক সহায়তা প্রদানের ধারাবাহিকতায় খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন বাঘাইহাট জোনের তত্ত্বাবধানে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের সমাপনী বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আজ সঙ্গলবার রুইলুইপাড়ায় সাজেক জুনিয়র হাই স্কুল এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইহাট জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর এম এম জিল্লুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধিতে শিক্ষা ও খেলাধুলার কোনো বিকল্প নেই। সাজেক রুইলুইপাড়ার শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা গ্রহণের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ ও এলাকার উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারে। তিনি পাহাড়ি অভিভাবকদের সন্তানদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানো এবং খেলাধুলায় উৎসাহিত করার আহ্বান জানান।

ভারপ্রাপ্ত জোন কমান্ডার আরও বলেন, বাঘাইহাট জোন পাহাড়ি জনগোষ্ঠীর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে শিক্ষা ও খেলাধুলার উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করবে। জোনের আওতাধীন সকল এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সহায়তা অব্যাহত থাকবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

উল্লেখ্য ; সাজেক পর্যটন এলাকার রুইলুইপাড়ার সাজেক জুনিয়র হাই স্কুলে শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধি করতে বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।