ডেস্ক রিপোর্ট।।
সুদানে জাতিসংঘের ঘাটিতে সন্ত্রাসীদের হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন এবং ৮ সেনা সদস্য আহত হয়েছেন।
শনিবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এ খুদে বার্তায় এ তথ্য জানায়।

আইএসপিআর জানিয়েছে, সুদানের আবেই এলাকায় জাতিসংঘের ঘাঁটিতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। আহত হয়েছেন আটজন।
সন্ত্রাসীদের সঙ্গে যুদ্ধ চলমান রয়েছে বলেও উল্লেখ করা হয় খুদে বার্তায়।