ওসমান হাদি গুলিবিদ্ধ, দেবিদ্বারে বিএনপির উদ্যোগে প্রতিবাদ মিছিল

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

ad

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের সম্ভব্য স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় প্রতিবাদ মিছিল করেছে দেবিদ্বার উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সংগঠন।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টায় কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের চারবারের সাবেক এমপি আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জরুল আহসান মুন্সীর নেতৃত্বে অনুষ্ঠিত ওই মিছিলে দলীল নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ অংশ নেন। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযুদ্ধ চত্বরে এসে সমবেত হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতারা ওসমান হাদির ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি করেন। বিএনপির নেতাকর্মীরা ‘জ্বালো রে জ্বালো আগুন জ্বালো, হাদির ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই, সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও স্লোগান দিতে থাকে।
এ সময় বক্তব্য রাখেন সাবেক এমপি আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জরুল আহসান মুন্সী, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক সাহাজ উদ্দিন সাজু, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদল নেতা বিল্লাল হোসেন প্রমুখ।