অনলাইন ডেস্ক :
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির খুনের সঙ্গে জড়িত দুইজন ভারতে পালিয়ে গেছেন বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
আজ রোববার সকালে রাজধানীর মিন্টো রোডের ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এস এন নজরুল ইসলাম।
তিনি জানান, আমরা খুব গুরুত্ব দিয়ে মামলা তদন্ত করছি। ৮ থেকে ১০ দিনের মধ্যে মামলার চার্জশিট দেওয়া হবে।
তিনি আরো জানান, এ মামলার যারা গ্রেপ্তার হয়েছেন, তারা পুলিশি জিজ্ঞাসাবাদে দুইজন ভারতে পালিয়ে যাওয়ার কথা বলেছেন।