উপচে পড়ছে গোমতীর সৌন্দর্য

মাহফুজ নান্টু।।
দীর্ঘ খরা কাটিয়ে বর্ষার প্রবাহে প্রাণ ফিরে পেয়েছে গোমতী। গোমতীপাড়ের শিশু কিশোররা জলকেলিতে স্বাগত জানাচ্ছে গোমতীকে। ভরা যৌবনে গোমতী নদীর সৌন্দর্য যেন উপচে পড়ছে।

আদর্শ সদর উপজেলার টিক্কারচর, চাঁনপুর ও পালপাড়ার গোমতীপাড়ে গিয়ে দেখা যায় গোমতীর সৌন্দর্য। নতুন পানিতে যৌবন ফিরে পেয়েছে। আকা সর্পিল পানি ভাটির দিকে বেয়ে চলছে। নতুন পানির সাথে প্রবল স্রোত। মাছ ধরার নেশায় ডিঙ্গি নৌকা নিয়ে ব্যস্ত সময় পার করছে মৎস্য শিকারীরা।

টিক্কারচরে বালুবাহী ট্রলারগুলো ঘাটে বাঁধা। একদল শিশু কিশোরকে দেখা গেলো। করোনায় স্কুল বন্ধ। তাই সবাই মিলে এসছে গোমতী নদীতে গোসল করতে। মাথায় দুপুরের কড়া রোদ। সেদিকে কারো খেয়াল নেই। ট্রলারের উপর থেকে নদীতে লাফিয়ে পড়ছে। স্রোতের টানে কিছুটা সামনে চলে যায়। তারপর সাতরিয়ে ফিরে আসে ট্রলারে। আবারো ঝাঁপ দেয়। এভাবেই শিশু কিশোরের দলটি মিতালী করলো গোমতীর সাথে।

গোমতীনদীতে ডিঙ্গি নৌকা নিয়ে মাছ শিকার করছে মোতালেব ও মিজান। তাদের বাড়ি দুর্গাপুরে। গোমতীর নতুন পানি পেয়ে উজান থেকে মাছ আসা শুরু করেছে। সে মাছ কারেন্ট জাল ও বরশি পেতে শিকার করেন তারা।

মৎস্য শিকারী মোতালেব জানান, নতুন পানিতে কালি বাউশ ও বোয়াল মাছ বেশী আসে। গতকাল তারা কালিবাউশ পেয়েছেন। আজ বড়শিতে আদাঁর দিয়ে রাখবেন। রাতের বেলায় বোয়াল মাছ আটকাতে পারে বরশিতে। এমন আশা দেখা গেলো মিজান মোতালেবের চোখে।