উপাচার্যের পদত্যাগের দাবিতে ১৭তম দিনের মত শিক্ষকদের অবস্থান কর্মসূচি

কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড.মো. আসাদুজ্জামানের নেতৃত্বে অছাত্র ও বহিরাগত কর্তৃক শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে উভয়ের পদত্যাগ ও অপসারণের এক দফা দাবিতে ১৭তম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষক সমিতি।

আজ মঙ্গলবার (৪ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করেন৷

এ সময় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আবু তাহের বলেন, আমরা মাননীয় উপাচার্য ও কোষাধ্যক্ষের পদত্যাগের এক দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই কর্মসূচি চালিয়ে যাবো। ২৮ শে এপ্রিল তারিখে উপাচার্যের নেতৃত্বে শিক্ষকের উপর যে হামলা করেছে তার বিচারের দাবিতে আমরা অবস্থান কর্মসূচি পালন করছি। পরবর্তী চূড়ান্ত কেনো কর্মসূচি আসলে সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবে নেওয়া হবে।

উল্লেখ্য, গত ২৮ এপ্রিল দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন, প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী, সহকারী প্রক্টর অমিত দত্ত, জাহিদ হাসান এবং আইকিউএসির পরিচালক ড. রশিদুল ইসলাম শেখের নেতৃত্বে অছাত্র ও বহিরাগত সন্ত্রাসী কর্তৃক শিক্ষকদের উপর হামলা করা হয়।