মোহাম্মদ শরীফ।।
করোনা মহামারীতে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ ‘হ্যালো ছাত্রলীগে’র মাধ্যমে ত্রাণ সহায়তা ও কৃষকের ধান কেটে আলোড়ন সৃষ্টি করেছে। এর মধ্যে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের পক্ষ থেকে চালু করা হয়েছে ‘হ্যালো ডাক্তার’ কর্মসূচি। শনিবার থেকে মুঠোফোনে জরুরি স্বাস্থ্য সেবা দিচ্ছে ১০সদস্যের একটি টিম। সকাল ৯টা থেকে রাত ১০ টা পর্যন্ত হটলাইনে কল দিয়ে সেবা নিতে পারছে রোগীরা। এছাড়া রোগীর ঔষধ পত্র মেসেজের মাধ্যমে লিখে প্রেরণ করা হয় এই টেলি সেবায়। এই বিষয়ে কথা হয় কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ পলাশ সরকারের সাথে। তিনি জানান, ‘হটলাইনে আমরা সাধারণত জ্বর, সর্দি, মাথা ব্যাথা, পেট ব্যথা, কাশি এমন রোগী পাচ্ছি। রোজা রাখার কারণে অনেকের মাথা ব্যথা ও পেট ব্যথার কারণটা বেশী মনে হচ্ছে’। প্রতিদিন ৬০-৭০টি রোগীকে সেবা দিচ্ছে এই মেডিকেল টিম। এর মধ্যে দেবিদ্বার, চান্দিনা ও মুরাদনগর থেকে সেবা গ্রহীতার কল আসছে বেশী। ঝুঁকিপূর্ণ রোগীদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে সরাসরি সেবার আওতায় নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি আবু কাউছার অনিক জানান, বিশ্ব মহামারীর এই দুর্যোগ মুহূর্তে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের স্বাস্থ্য বিষয়ক যে সকল সদস্য ভাইয়েরা রয়েছেন, তাদের সমন্বয়ে একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে’। তিনি আরো জানান, ‘যতদিন পর্যন্ত করোনা মহামারী থাকবে, ততদিন পর্যন্ত সেবা দিতে আমরা বদ্ধপরিকর’। নিম্ন উল্লেখিত হটলাইন নম্বরে কল দিলে মিলবে এই টেলি মেডিসিন সেবা। ডাঃ পলাশ সরকার- ০১৯৪০২৪৩৮৪১, ডা.সাইফুল ইসলাম টিটু-০১৮৬৫২০১৯৩৪, ডাঃ হাফিজ সাইদুর রহমান তাঞ্জিল-০১৭৯২১০০৩৫১, ডাঃ অসীম সুত্রধর-০১৮২০২৩৬৬৯৫, ডাঃ ফাহিম শাহরিয়ার-০১৭৬৪৮১৮১১৩, ডাঃ নুরুল আফসার সুজন-০১৭৯২১০০৩৫১, ডাঃ নুর মোহাম্মদ তানজিম-০১৭৫৪০২০৯৮৯, ডাঃ সুহাগ সরকার- ০১৬২৬১৮৮৩১৪, ডাঃ আতিকুর রহমান জুয়েল- ০১৮৩২৬৯৮২৪০, ডাঃ সাখাওয়াত বাপ্পী- ০১৬৯০২১২৪৯২।