করোনা ঠেকাতে বুড়িচংয়ে ২টি কাঁচাবাজার স্কুল ও কলেজ মাঠে

আক্কাস আল মাহমুদ হৃদয়, বুড়িচং।।
করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে কুমিল্লার বুড়িচং উপজেলার কালিকাপুর ও শংকুচাইল কাঁচাবাজারে আসা ক্রেতাদের সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হিমশিম খাচ্ছিল প্রশাসন। তাই এবার শংকুচাইল কাঁচাবাজার বিদ্যালয়ের খেলার মাঠে এবং কালিকাপুর দৈনিক কাঁচাবাজার কলেজ মাঠে অস্থায়ী ভাবে স্থানান্তর করা হয়েছে । এতে ক্রেতারা সামাজিক দূরত্ব নিশ্চিত করে বাজার সারতে পারবেন। ব্যতিক্রমী এই উদ্যোগ নিয়েছে বুড়িচং উপজেলা প্রশাসন ও থানা পুলিশ।
সরেজমিনে গিয়ে দূরত্ব নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসান ও বুড়িচং থানা ওসি মোজাম্মেল হক পিপিএম ও সেনাবাহিনীর সদস্যরা। সোমবার সকাল থেকে জেলার বুড়িচং উপজেলা কালিকাপুর কলেজ মাঠে কালিকাপুর দৈনিক কাঁচাবাজার ও শংকুচাইল সাপ্তাহিক কাঁচাবাজার উচ্চ বিদ্যালয় এর খেলার মাঠে বসেছে। প্রতিটি দোকান বসানো হয়েছে কমপক্ষে ১০ ফুট দূরত্বে। দোকানের সামনে নির্দিষ্ট দূরত্বে সারি মেনে দাঁড়ানোর জন্য বৃত্ত আঁকা হয়েছে। এ সময় ভিড় এড়াতে লোকজনকে এ বাজারে এসে কেনাকাটা করতে অনুরোধ করা হয়েছে। এতে ব্যাপক সাড়া মিলেছে।