শাহ ফয়সাল কারীম।।
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পূর্ব জোড়কানন ইউনিয়নের কাঠালিয়া-নির্ভয়পুর-জয়নগর-মথুরাপুর সংযোগ সড়কটির বেহাল দশা বিরাজ করছে। একটু বৃষ্টি হলেই মানুষের চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে পাঁচটি গ্রামের প্রায় ২০ হাজারের বেশি মানুষ।
সরেজমিনে দেখা যায়,রাস্তাটি এমনি বেহাল দশা গাড়ি চলাচল করা তো দূরের কথা একটু বৃষ্টি হলেই হেঁটে যাওয়াটাই কষ্টকর হয়ে দাঁড়ায়। এতে মথুরাপুর উত্তর পাড়া,জয়নগর,লক্ষীপুর আদর্শ গ্রাম,নির্ভয়পুর,তাড়াপুস্কুনী এলাকার লোকজন বেশি দুর্ভোগে পড়েন।
পূর্ব জোড়কানন ইউপি’র ৩নং ওয়ার্ড মেম্বার গোলাম মর্তুজা জানান, সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যানর সাহেবের সাথে রাস্তা সংস্কারের বিষয়ে কথা হয়েছে। দ্রুত রাস্তাটির সংস্কারের কাজ শুরু হবে।