ডেস্ক রিপোর্ট।।
তালেবানের ভয়ে ভীত-সন্ত্রস্ত মানুষের চাপে রীতিমতো নরকে পরিণত হয়েছে কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর। নিরাপদ আশ্রয়ের খোঁজে বিমানে উঠতে বিমানবন্দরে ঠাইঁ নিয়েছেন দেশটির লাখো মানুষ। কিন্তু তাদের জীবন এখনো অনিশ্চয়তায়।
অসহায় আতঙ্কিত আফগানদের ঢল ঠেকাতে হিমশিম খাচ্ছে মার্কিন ও ব্রিটিশ নিরাপত্তা বাহিনীর সদস্যরা। কর্তৃপক্ষ বলছে ভিড় ও নিরাপত্তা বেষ্টনি উপেক্ষা করেই বিমানে ওঠার চেষ্টা করছেন সন্ত্রস্ত আফগানরা। এমনকি আতঙ্কিত অনেক নারীকেই দেখা গেছে বিমানবন্দরের দেয়াল টপকে রানওয়েতে প্রবেশের চেষ্টা করতে। এসময় তাদের সহায়তা করতে দেখা যায় বিদেশি সেনাদের।
এদিকে, বিমানবন্দরে ক্রমবর্ধমান মানুষের চাপ সামলাতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি করেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শঙ্কা জানিয়ে বলেছেন, আফগানিস্তান থেকে মার্কিন নাগরিক এবং আফগান কর্মীদের সরিয়ে আনা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যেকোনো মুহুর্তে বড় ধরণের প্রাণহানি বা যেকোনো দূর্ঘটনা ঘটতে পারে।
তবে এই দূর্যোগেও এখন পর্যন্ত কাবুল থেকে ১৩ হাজার মানুষকে যুক্তরাষ্ট্রের উদ্যোগে সরিয়ে নেয়া হয়েছে বলে জানান বাইডেন।