স্টাফ রিপোর্টার।।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ডভ্যানের ভিতর থেকে ২১ হাজার ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এগুলোর আনুমানিক মূল্য ৬৫ লাখ টাকা। এসময় মাদক বিক্রির নগদ তিন হাজার ৪০০ টাকাসহ দুইজন আটক করা হয়েছে। মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার কাশিপুর এলাকার ফুড প্যালেস রেস্তোরাঁর সামনে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে ইয়াবা গুলো উদ্ধার করা হয়। সোমবার প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব ১১, সিপিসি-২ কুমিল্লা কোম্পানি কমান্ডার তালুকদার নাজমুছ সাকিব তথ্যটি নিশ্চিত করেন। গ্রেফতারকৃতরা হলেন, ফরিদপুরের মধুখালী উপজেলার ব্রাহ্মণকান্দা গ্রামের হাসেম মোল্লার ছেলে মোঃ আরিফ মোল্লা (২৬) এবং একই জেলার মধুখালী থানার হাটঘাটা গ্রামের মোঃ দুলাল খাঁনের ছেলে মোঃ শাকিল খাঁন (১৯)।
কমান্ডার তালুকদার নাজমুছ সাকিব জানান, সোমবার ভোর রাতে ইয়াবাসহ দুইজন আটক করা হয়েছে। তারা অভিনব কৌশলে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করে আসছিল। আসামিদের বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় মামলা হয়েছে।