এইচ.এম.তামীম আহাম্মেদ:-
কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালীর বাজার ইউনিয়েনের সামাজিক সংগঠন কালীর বাজার ব্লাড ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
কর্মসূচিতে সংগঠনের পক্ষ থেকে কালীর বাজার ইউপির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ১৫০টি ফলদ গাছের চারা রোপণ ও বিতরণ করা হবে।
বুধবার সকালে কালীর বাজার ইউনাইটেড পাবলিক উচ্চ বিদ্যালয় থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন কালীর বাজার ব্লাড ব্যাংকের সভাপতি বিশিষ্ট শিল্পপতি শিক্ষানুরাগী ও সমাজ সেবক মোঃ কামরুল হাসান রফিক ।
এ সময় সংগঠনটির প্রতিষ্ঠাতা মোঃ নাজমুল হাসানের উপস্থিতিতে সকল সদস্যদের সহযোগিতায় কর্মসূচিটি সুন্দর ও সুষ্ঠুভাবে সফল হয়।