কুমিল্লার চান্দিনায় ভিন্ন চিন্তায় চিপস দিয়ে সাজানো হলো বরের গাড়ি

এইচ.এম.তামীম আহাম্মেদ:-
নানান ধরনের ফুল দিয়ে সাজানো হয় বিয়ের গাড়ি। কিন্তু এবার ঘটেছে ভিন্ন ঘটনা ফুল দিয়ে না সাজিয়ে বিয়ের গাড়ি সাজিয়েছেন চিপস,চকলেট,ও ঝালমুড়ির প্যাকেট দিয়ে। এই ঘটনা ঘটিয়েছেন কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার এতবারপুর ইউনিয়নের পইয়াপারার বাসিন্দা মোঃ কামরুল হাসান।

২১ জুলাই শুক্রবার একই উপজেলার বরকুইট ইউনিয়নের মোহনপুর গ্রামের ব্যবসায়ী মোঃ দুলাল হোসেনের বড় মেয়ে মোসাঃ ইরানী আক্তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হোন তিনি।

চিপস,চকলেট ও ঝালমুড়ির প্যাকেট দিয়ে সাজানো গাড়িতে চেপেই বিয়ে করতে গিয়েছেন তিনি। এ ব্যাতিক্রম বিষয় সম্পর্কে জানতে চাইলে মোঃ কামরুল হাসান বলেন , ‘ফুল দিয়ে গাড়ি সাজানোর পর সেই ফুল খুলে ফেলতে হয়, কাজে আসে না কারো, ছিঁড়ে নষ্ট করা হয় ফুলগুলো, এতে হয় অপচয়। তবে চিপস, চকলেট ও ঝালমুরির প্যাকেট দিয়ে গাড়ি সাজালে সেগুলো অপচয় হবে না। চিপসগুলো বাচ্চারা খেতে পারবে’। তার এ ব্যাতিক্রমী চিন্তায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হওয়ায় গন্যমান্য ব্যাক্তিরা সাধুবাদ জানান।