কুবি প্রতিনিধি।।
‘জামাত-শিবিরের প্রধান পৃষ্টপোষক, জামাত-শিবিরের ও বিএনপির নিয়োগ দাতা’ আখ্যা দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সাবেক রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আবু তাহেরের বিরুদ্ধে এক কর্মচারীকে হুমকির বিচার চেয়ে মানববন্ধন করেছে কর্মকর্তা-কর্মচারীদের একাংশ। মঙ্গলবার (২২ আগস্ট) প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
তবে অধ্যাপক তাহেরকে জামাত-বিএনপি আখ্যা দেওয়ার কারণ বলতে পারছেনা মানববন্ধন আয়োজকদের কেউই। কর্মকর্তা-কর্মচারীরা একে অন্যের উপর দায় চাপাচ্ছেন। এদিকে বিশ্ববিদ্যালয়ের এ জ্যেষ্ঠ অধ্যাপকের বিরুদ্ধে মানববন্ধনকে মিথ্যাচার বলে নিন্দা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ও শাখা ছাত্রলীগ।
জানা যায়, এদিন বেলা ১২টায় কুমিল্লা
বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে মানববন্ধন করে কর্মকর্তা-কর্মচারীদের একাংশ। সেখানে কর্মচারী সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক জসীম উদ্দিনকে হুমকি ও কর্মচারীদের চাকরিচ্যুতের হুমকির বিচার দাবি করেন তারা। এসময় ব্যানারে ওই সাবেক রেজিস্ট্রার কে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জামাত-শিবিরের প্রধান পৃষ্টপোষক, জামাত-শিবিরে ও বিএনপির নিয়োগ দাতা, সোলার ক্রয় দুর্নীতির মূল হোতা, বিভিন্ন অভিযোগে অভিযুক্ত দুর্নীতিবাজ বলে অবহিত করা হয়। এসব অভিযোগের প্রেক্ষিতে জানতে চাইলে তারা একে অপরের উপর দোষ চাপিয়ে দেন।
৩য় শ্রেণী কর্মচারী পরিষদের সভাপতি দিপক চন্দ্র মজুমদার বলেন, আমার বক্তব্যে জামাত-শিবির-বিএনপি এর বিষয় ছিল না। আমি শুধু আমার সহকর্মীর হুমকির বিচার চেয়েছি। এটি কর্মকর্তা-কর্মচারীদের ঐক্য পরিষদ। কর্মকর্তারদের এসব অভিযোগ থাকতে পারে, এগুলো তো আর কর্মচারীদের অভিযোগ না। আমি আমার বক্তব্যে এক লাইনও বলি নাই। আমার বক্তব্য ছিল জসিমের হুমকির বিচার। কর্মকর্তাদের অভিযোগ ছিল, তারা সেগুলা সংযুক্ত করছে। এখানে কর্মকর্তা পরিষদের সভাপতি ছিল, ওনারা ভাল বলতে পারবে। এরকম অভিযোগ থাকলে সেটি তো তদন্তের বিষয়, অভিযোগ মিথ্যা হলে তারা ব্যাখ্যা দিবে।
তবে কর্মকর্তা পরিষদের সভাপতি মো. আবু তাহের উল্টো তৃতীয় শ্রেণীর উপর দায় চাপিয়ে বলেন, অভিযোগের বিষয়ে আমি বলতে পারব না। ব্যানারটি তৃতীয় শ্রেণীর তারা করছে। তারা যখন ব্যানার করে আমাদের তখন এসোসিয়েশনের মিটিং ছিল।
৩য় শ্রেণীর অভিযোগের বিষয়ে তিনি বলেন, এটি আমি বলতে পারবো না, যারা ব্যানার করছে তারা না বলতে পারবে জিনিসটা। দিপক আমার কথা বলছে? কর্মকর্তা পরিষদের কথা বলছে? আমি তো জানি না।
৪র্থ কর্মচারী সমিতির সভাপতি সাইফুল ইসলাম বলেন, বক্তব্যটি হল ঐক্য পরিষদের, কারো ব্যক্তিগত না। অভিযোগের বিষয়ে সত্যতা জানতে চাইলে তিনি বলেন, ঐক্য পরিষদ থেকে ব্যানারটি করা হয়েছে। এখানে অন্যান্য নেতৃবৃন্দের কাছে হয়তো প্রমাণ থাকতে পারে। আমরা ছোট কর্মচারী, এ বিষয়ে ওতটুক দূরদৃষ্টি নেই বা বোধগম্য নই আরকি। মানববন্ধন কর্মচারী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদকসহ কয়েকজন কর্মচারীর সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ এবং ধমক দিয়েছি সেটি নিয়ে আমরা সঙ্কিত ও সংক্ষুদ্ধ। বিশ্ববিদ্যালয় প্রশাসন সেসময় ১/২ দিনের মধ্যে বিচার করার বলেছিল। কিন্তু ১৫ দিন পরও বিশ্ববিদ্যালয় প্রশাসন কিছু করেনি। প্রশাসনের কথায় আমরা সন্তুষ্ট নই।
কর্মকতা-কর্মচারীদের অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাবেক রেজিস্ট্রার অধ্যাপক তাহের বলেন, কর্মচারী জসিমের একটি অভিযোগের প্রেক্ষিতে উপাচার্য আমাকে ডেকেছিলেন একটি সুন্দর সমাধানের জন্য। একই সময়ে তারা মানববন্ধন ডেকেছে, সেখানে তারা যে ধরণের ভাষা ব্যবহার করেছে তার মাধ্যমে পুরো শিক্ষক সমাজকে অপমান করেছে এবং আমি একজন শিক্ষক হিসেবে অপমানবোধ করেছি। ব্যানারের গায়ে যেসব অভিযোগ লেখা হয়েছে সম্পূর্ণ মিথ্যাচার, ভিত্তিহীন, অপমানজনক। উপাচার্য যেখানে বিষয়টি মিমাংসা করেছেন সেখানে ওদের মানববন্ধন প্রশাসনের সিদ্ধান্তকে অবজ্ঞা করা। আমাকে নিয়ে ভিত্তিহীন, কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাই এবং এর দৃষ্টামূলক শাস্তি দাবি করছি। তারা একজন শিক্ষককের বিরুদ্ধে যে ধৃষ্টতা দেখিয়েছি তা খুবই অপমানজনক।
তিনি আরও বলেন, তারা যে আমাকে জামাত শিবিরের পৃষ্টপোষক বলেছেন। আমি এখানে বঙ্গবন্ধু পরিষদের সদস্য এবং নীল দলের প্যানেল থেকে শিক্ষক সমিতির নির্বাচনে দুইবার সভাপতি নির্বাচিত হয়েছি। আর কখনো জামাত-শিবিরের পৃষ্টপোষকতা করি নাই। আমি প্রতিগতিশীল রাজনীতির চর্চা করি, বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনায় বিশ্বাস করি। কাজেই এখানে জামাত-বিএনপিকে মদদ দেওয়ার প্রশ্নই আসেনা। এছাড়া নিয়োগ দেন উপাচার্য এখানে রেজিস্ট্রার একজন সদস্যমাত্র। এখানে হস্তক্ষেপ করতে পারিনা আমি।
এদিকে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের একাংশ মিথ্যাচার ও মানববন্ধন করায় নিন্দা জানিয়েছেন শিক্ষক সমিতি। তাদের দাবি শিক্ষকের বিরুদ্ধে মিথ্যাচার, মানববন্ধন ও মানহানিমূলক বক্তব্য শিক্ষকের বিপক্ষে একধরনের ধৃষ্টতা ও ঔদ্ধত্য প্রদর্শন। এ ধরনের কর্মকাণ্ড কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সার্বিক শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দের জন্য ভয়াবহ হুমকি স্বরূপ। আগামী তিন কর্মদিবসের মধ্যে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।
এদিকে একজন অধ্যাপককে নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের মানহানিকর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, একজন অধ্যাপক মর্যাদার শিক্ষকের নামে প্রকাশ্যে মানহানিকর বক্তব্য দিয়ে চতুর্থ শ্রেণির কর্মচারীর আন্দোলন করা বাংলাদেশের ইতিহাসে বিরল। এটা আমাদের শিক্ষক সমাজ এবং ছাত্রসমাজের জন্য লজ্জার।
তিনি আরও বলেন, একজন চতুর্থ শ্রেনীর কর্মচারীর এধরণের ধৃষ্টতা দেখানোর সাহস নেই। আমি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে অনুরোধ করছি তিনি নিজেও যেহেতু একজন শিক্ষক তাই শিক্ষক হয়ে অপর আরেকজন শিক্ষকের সম্মানহানির বিষয়ে কর্মচারীদের এ ধরণের ধৃষ্টতার বিরুদ্ধে যেন দ্রুত পদক্ষেপ নেন।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর এক কর্মচারীকে মোবাইল ফোনে হুমকির প্রতিবাদে মানববন্ধন করেন কর্মকর্তা কর্মচারীদের একটি অংশ।