কুমিল্লায় গোলাবাড়িতে মাদক বিরোধী ও বিট পুলিশিং সমাবেশ

মারুফ আহমেদ ।।
কুমিল্লার আর্দশ সদর উপজেলার‘ পাঁচথুবী ইউনিয়ন গোলাবাড়ি এলাকায় মাদক,সন্ত্রাস,বাল্যবিবাহ ইভটিজিং, চুরি-ডাকাতি প্রতিরোধসহ মাদক বিরোধী সমাবেশ ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় যুব সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে অবহিত ও মাদর প্রতিরোধে এলাকাবাসী সংহিত প্রকাশ করেন। মঙ্গলবার (২১ মার্চ) বিকালে কোতয়ালী থানা পুলিশের উদ্যোগে এঅনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিট পুলিশিং সভায় সভাপতিত্ব করেন,পাঁচথুবী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কাবিলুর রহমান।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সনজুর মোরশেদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিজিবির গোলাবাড়ি ক্যাম্পের পোষ্ট কমান্ডার মো: জামান,পাঁচথুবী ইউনিয়নের ইউপি সদস্য আবুল খায়ের, ডা: সাইদুর রহমান প্রমুখ।

ওসি সনজুর মোরশেদ বলেন, সারা বিশ্বের উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ অগ্রগামী দেশ হিসেবে এগিয়ে যাচ্ছে। এ অগ্রযাত্রায় যুব সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের মেধাকে পুরোপুরি কাজে লাগাতে মাদকমুক্ত যুব সমাজ চাই। মাদকমুক্ত থাকার পাশাপাশি অন্যদের মাদকমুক্ত থাকতে উদ্বুদ্ধ করতে হবে। তবেই দেশের উন্নয়ন হবে টেকসই। গোলাবাড়ী এলাকার মাদক ব্যবসায়ী অপরাধী যত বড় হোকক না কেন, আপনাদের সহযোগিতা নিয়ে এই এলাকাকে মাদকমুক্ত করবো। মাদক নিরসনে এই এলাকার প্রতিটি বাসিন্দা যেন ঐক্যবদ্ধ ভাবে পুলিশকে সহযোগিতা করে। তিনি আরো বলেন, গোলাবাড়ি এলাকায় প্রতিদিন শত শত মোটরসাইকেল করে শহরে মাদক পরিবহন করা হয়। তাদের দমন করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।