মারুফ আহমেদ, কুমিল্লা।।
কুমিল্লা হোমনা উপজেলায় ছেলের হাতে মা খুনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার দিবাগত রাতে এঘটনা ঘটে। বুধবার বেলা ১১টায় লাশ উদ্ধার করেছে পুলিশ।
এসময় নিহতের ছেলে আবুল হোসেন(৪৫)কে
আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন হোমনা থানার ওসি জয়নাল আবেদীন।
হত্যার শিকার মায়ের নাম রায়জুলের নেসা (৬৫)। তিনি হোমনা থানার নিলখী ইউনিয়নের লালবাগ এলাকার মৃত চাঁদ মিয়ার স্ত্রী।
জানা গেছে, আবুল হোসেন তার মাকে নিয়ে একাই ঘরে থাকতেন। মঙ্গলবার রাতেও মায়ের সঙ্গেই ছিলেন। ওই রাতে কেউ একজন মা রায়জুলের নেসার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তিনি সাথে সাথে মারা যান। লাশ উদ্ধারের সময় ছেলে আবুল হোসেন ঘরেই ছিলেন। পরে সকালে পুলিশ তাকে আটক করে।
হোমনা থানার ওসি জয়নাল আবেদীন বলেন, রাতে ছেলে তার মায়ের সঙ্গেই ছিল। স্থানীয়দের বরাতে আমরা জানতে পারি, ওই ছেলে তার মায়ের সঙ্গে একাই থাকতো।
তাই আমরা তদন্তের স্বার্থে তাকে আটক করেছি। লাশ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলমান।