কুমিল্লায় দেড় হাজার রোগীকে মেডিকেল সেবা দিলেন সেনাবাহিনী

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার বরুড়া উপজেলায়  বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের অন্তর্ভুক্ত ৩১ ফিল্ড এম্বুলেন্সের উদ্যোগে প্রায় দেড়  হাজার স্থানীয় অসহায় ও দুস্থ মানুষের মাঝে ফ্রি স্বাস্থ্য সেবা ও বিনামূল্য ওষুধ বিতরণ করা হয়েছে । মঙ্গলবার  সকাল ৯ টা থেকে বিকেল পর্যন্ত এ ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে সেবা দেয়া হয়।

সেনাবাহিনী প্রধানের নির্দেশক্রমে কুমিল্লা সেনানিবাসের জিওসি এবং এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ মাইনুর রহমানের  সরাসরি তত্ত্বাবধানে বহিরাঙ্গণ অনুশীলনের অংশ হিসেবে বরুড়ার  ভৈষখলা  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  সারাদিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

৩১ ফিল্ড এম্বুলেন্সের অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ মেহেদী এবং তার অধিনস্থ সুদক্ষ এবং অভিজ্ঞ সকল মেডিকেল টিম এর পরিচালনায়  এখানে অন্তত দেড় হাজার রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়।

৩১ ফিল্ড এম্বুলেন্সের অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ  মেহেদী  জানান, এখানে আসা বেশিরভাগই রোগীই মেডিসিন, চর্ম, অর্থপেডিক ও ডায়াবেটিকস রোগে আক্রান্ত। এছাড়া শিশু রোগীও রয়েছে। তিনি বলেন, অতীতে সম্পাদিত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে অবগত হয়ে এসব রোগের পর্যাপ্ত মেডিসিনও নিয়ে আসছি, যা রোগীদের মাঝে সরবরাহ করছি। গ্রাম বাংলার দুঃস্থ অসহায় পীড়িত মানুষের দ্বারপ্রান্তে দাড়িয়ে প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করে তাদেরকে পীড়ামুক্ত সুস্থ্য সবল এবং সক্ষম নাগরিক হতে পুনর্বাসনে সহায়ক ভূমিকা পালন করে জাতির উন্নয়নে সক্রিয় অংশগ্রহণে সহযোগিতা করাই আমাদের অন্যতম লক্ষ্য।

এ ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে চিকিৎসা সেবায় আরো অংশগ্রহণ করেছেন ৩১ ফিল্ড এম্বুলেন্সের উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ খালিদ মাহমুদ,  ক্যাপ্টেন তানহিয়াত এবং ক্যাপ্টেন খাদিজা।

মেডিকেল ক্যাম্পেইনে উল্লেখযোগ্য সহযোগিতা প্রদানের জন্য লেঃ কর্নেল আব্দুল্লাহ মেহেদী বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।