কুমিল্লায় বাসের ধাক্কায় মাইক্রোবাসের ৭ যাত্রী আহত

মারুফ আহমেদ।
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর উপজেলার সৈয়দপুর এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মাইক্রোবাসের ৭ জন যাত্রী আহত। বুধবার দুপুর আড়াইটায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর উপজেলাধীন সৈয়দপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন দাড়িয়ে থাকা যাত্রীবাহী একটি মারুতি (ছোট আকাড়ের মাইক্রোবাস)কে একতা পরিবহনের যাত্রীবাহী বাস পিছন থেকে ধাক্কা দিলে, মারুতি গাড়িটি ধুমড়েমুছড়ে যায়। এতে মারুতি গাড়ির একজন মহিলাসহ ৭জন যাত্রী মারাত্নক আহত হয়।
পরে স্থানীয়রা আহতদের নিকটবর্তী ইস্টার্ণ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান জানান, দুর্ঘটনার সংবাদে সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে যায়, আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়ে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটিকে উদ্বার করে থানায় নিয়ে আসে।