মারুফ আহমেদ।।
“আইন মেনে সড়ক চলি, নিরাপদে ঘরে ফিরি” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটিএ কুমিল্লা সার্কেলের উদ্যোগে পেশাদার গাড়ি চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগরীর হোমিও কলেজ অডিটরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশাল শেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিআরটি এর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার।
কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিষেশ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান, বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় পরিচালক শফিকুজ্জামান ভূঁইয়া।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ফাতেমা আক্তার।
বক্তব্য রাখেন, কুমিল্লা বাস মালিক গ্রুপের সভাপতি তাজুল ইসলাম এবং কুমিল্লা জেলা বাস ও মিনিবাসশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কামাল হোসেন খন্দকার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিআরটিএ কুমিল্লার সহকারি পরিচালক (ইঞ্জিঃ) আব্দুল মন্নান।
পরে প্রধান অতিথি, প্রশিক্ষণে প্রায় ২’শ প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
পেশাজীবী গাড়িচালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা ২০২৩-২৪ শুভ উদ্বোধন অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন,
বিআরটিএ কুমিল্লার সহকারি পরিচালক (ইঞ্জিঃ) আব্দুল মন্নান।