বৃহত্তর কুমিল্লার স্থানীয়সরকার প্রকৌশল অধিদপ্তরের উন্নয়ন কর্মকান্ডের সমন্বয় ও কারিগরি মতবিনিময় সভা

মারুফ আহমেদ।।
কুমিল্লা,চাঁদপুর ও ব্রাহ্মণবাড়ীয়া (বৃহত্তর কুমিল্লা) জেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের
উন্নয়ন কর্মকান্ডের সমন্বয় ও কারিগরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কুমিল্লা কার্যালয়ের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তন হল রুমে এ সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এলজিইডি সদর দপ্তরের পল্লী অবকাঠামো উন্নয়ন ও ব্যবস্থাপনা বিভাগের
অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ নূর হোসেন হাওলাদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এলজিইডি কুমিল্লা অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মোস্তফা হাসান।
উক্ত মত বিনিময় সভার সভাপতিত্ব করেন, এলজিইডি চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ আব্দুস সালাম মোল্যা।

সভার শুরুতেই স্বাগত বক্তব্য দেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের, কুমিল্লা জেলার নির্বাহী প্রকৌশলী মির্জা মোঃ ইফতেখার আলী।

এ মতবিনিময় সভায় ভিশন ও মিশন ছিল, পল্লি ও নগর অঞ্চলে পরিকল্পিত, টেকসই অবকাঠামো উন্নয়নের মাধ্যমে সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ বিনির্মাণ এবং পল্লি ও নগর অঞ্চলে টেকসই অবকাঠামো উন্নয়নের মাধ্যমে কৃষি/ অকৃষি খাতে উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র রস, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের পরিচালন ব্যবস্থার উন্নয়ন এবং উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে দেশের সার্বিক আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়ন বিষয়ে মতবিনিময় করা হয়।

এমত বিনিময় সভায় অংশগ্রহণ করেন, বৃহত্তর কুমিল্লার, নির্বাহী প্রকৌশলী সিনিয়র সহকারী প্রকৌশলী, উপজেলা প্রকৌশলীবৃন্দ।

মতবিনিময় সভায় সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, স্থানীয় সরকার অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী কুমিল্লা।