আজ বিশ্ব দৃষ্টি দিবস। দৃষ্টি সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতি বছরের অক্টোবর মাসের দ্বিতীয় বৃহস্পতিবার দিবসটি পালিত হয়। সে হিসাবে এ বছর ১২ অক্টোবর বিশ্ব দৃষ্টি দিবস পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘আপনার চোখকে ভালবাসুন, কর্মস্থলেও’।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির উদ্যোগে ও এ্যারিষ্টোভিশনের সহযোগিতায় কুমিল্লা নগরীর টাউন হল থেকে একটি র্যালী বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউন হল মাঠে এসে শেষ হয়।
র্যালীতে বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতি কুমিল্লা জেলা শাখার উপদেষ্টা অধ্যাপক ডা. জামাল নিজাম উদ্দিন আহমেদ, উপদেষ্টা অদ্যাপক ডা. মো: বেলাল, সভাপতি ডা. জিয়া উদ্দিন সিকদার, সাধারণ সম্পাদক ডা. এ এম আনিসুর রহমান, অধ্যাপক ডা. মোস্তফা কামাল, অধ্যাপক ডা. ইউসুফ মজুমদার, অধ্যাপক ডা. মিজানুর রহমান, ডা. ওমর ফারুক, ডা. আশিকুর রহমান, এ্যারিষ্টোভিশনের আরএসএম মো: নূর আলম সহ বিভিন্ন হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীরা অংশ গ্রহণ করেন।