কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযান, কিশোর গ্যাং চক্রের আস্তানা গুঁড়িয়ে বিপুল অস্ত্র-মাদক উদ্ধার

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা শহর ও সদর দক্ষিণ এলাকায় সেনাবাহিনী ও র‍্যাবের যৌথ অভিযানে কিশোর গ্যাং চক্রের বিরুদ্ধে বৃহৎ অভিযান পরিচালিত হয়েছে। ভোররাতের এই অভিযান থেকে কিশোর গ্যাংয়ের মূল অস্ত্র সরবরাহকারীসহ মোট ৯ জন অপরাধীকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র, গুলি, মাদক ও বিপুল পরিমাণ অবৈধ দ্রব্যাদি।

২৭ এপ্রিল ভোরে কুমিল্লা সদর দক্ষিণ থানার দুর্গাপুর এলাকায় পরিচালিত অভিযানে মোঃ রুবেল (৩৫), স্থানীয় অস্ত্র সরবরাহকারীকে গ্রেফতার করা হয়। তিনি সম্প্রতি কুমিল্লা শহরে প্রকাশ্যে দেশীয় আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে আলোচনায় আসেন এবং বিভিন্ন কিশোর গ্যাংয়ের কাছে অস্ত্র সরবরাহ করতেন বলে জানা গেছে।

অপরদিকে কুমিল্লা শহরের রেসকোর্স (পলাশী গলি) এলাকায় পৃথক অভিযানে মোঃ আকিব হোসেন (২৯), মোঃ সাজ্জাদ হোসেন (৪৭) ও মোঃ শাহাদাত হোসেন (২৮) কে আটক করা হয়। অভিযানকালে টেবিলের নিচে লুকানো অবস্থায় একটি ৯ এমএম পিস্তল, চার রাউন্ড গুলি, একটি রিভলভার, আট রাউন্ড রিভলভার এ্যামুনিশন এবং অন্যান্য বিপুল পরিমাণ অবৈধ দ্রব্য উদ্ধার করা হয়, যার মধ্যে ছিল ইয়াবা, বিদেশি মদ, স্বর্ণালংকার, ছুরি, কুড়াল, ল্যাপটপ ও নগদ অর্থ।

আটককৃতদের তথ্যের ভিত্তিতে পরে আরও অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ৪ সদস্য মোঃ সাইফুল ইসলাম (১৯), মোঃ ইমরান হোসেন রতন (১৯), মোঃ মোজাহিদ (২১) ও মোঃ রাফিউল আলম শফি (২০) কে গ্রেফতার করা হয়। তাদের নিকট থেকেও মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

এছাড়া অভিযান চলাকালে হুমায়ূন কবির (৪৫) নামে আরও একজন ব্যক্তিকে আটক করা হয়, যিনি এই অপরাধী চক্রের সাথে সম্পৃক্ত বলে ধারণা করা হচ্ছে।

আটককৃত সকল ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানা হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। সেনাবাহিনী ও র‍্যাবের এই সমন্বিত অভিযান কুমিল্লায় কিশোর গ্যাং নিয়ন্ত্রণ ও অবৈধ অস্ত্রের বিস্তার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

error: ধন্যবাদ আপনাকে!