কুমিল্লায় রেজভীয়া দরবার শরীফের উদ্যোগে বর্ণাঢ্য জশনে জুলুস অনুষ্ঠিত

পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে কুমিল্লা জেলা ও মহানগর রেজভীয়া দরবার শরীফ কমিটির উদ্যোগে বর্ণাঢ্য জশনে জুলুস অনুষ্ঠিত হয়।
আজ ২৭ সেপ্টেম্বর সকাল ১১টায় কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দান হতে জশ্নে জুলুসটি বের হয়ে কান্দিরপাড়, রাজগঞ্জ, মোগলটুলী, সার্কিট হাউজ হয়ে পুনরায় ঈদগাহ ময়দানে এসে শেষ হয়। রেজভীয়া দরবার শরীফের সাজ্জাদানশীন পীর সাহেব ক্বেবলা শাহ সুফি বদরুল আমিন রেজভীর নেতৃত্বে জুলুসে অংশগ্রহণকারীরা পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানিয়ে নানা শ্লোগানে মুখরিত করে তোলে। কুমিল্লা, বি-বাড়ীয়াসহ বিভিন্ন জেলা, উপজেলা, ইউনিয়ন থেকে ভক্তবৃন্দ জশ্নে জুলুসে অংশগ্রহণ করে। এর আগে সকাল থেকেই মোটরসাইকেল, মাইক্রোবাস, পিকআপ সহ বিভিন্ন যানবাহনযোগে সকলেই কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সমবেত হয়।
উপস্থিত বক্তা ও অতিথিবৃন্দ পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র সৃষ্টি জগতের রহমত সরূপ প্রেরিত হয়েছিলেন উম্মতের কাÐারী হিসেবে, এর শুকরিয়া আদায় করত: এই আগমনের দিন মুমিনগণ ঈদ উদযাপন করে থাকে। বক্তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সকল স্তরের পাঠ্যবইয়ে অন্তর্ভূক্তিকরণ এবং প্রিয় নবীজির শানে কটুক্তিকারীদের শাস্তির বিধান রেখে সংসদে আইন পাশের জন্য সরকারের প্রতি আহবান জানান।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মুফতি মুহিবুল্লাহ রেজভী, মুফ্তি নূর হোসাইন রেজভী, মুফ্তি আমির হোসাইন রেজভী, মুফতি সাইফুল ইসলাম রেজভী, হাফেজ মাহফুজুর রহমান রেজভী, পীরজাদা হামিদুর রহমান রেজভী, রেজভী মোশারফ হোসেন ভূইয়া, বাংলাদেশ তরিকত ফেডারেশনের মুখপাত্র আলহাজ্ব মোহাম্মদ আলী ফারুকী, আব্দুল মান্নান চৌধুরী রেজভী, হাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম রেজভী, ডা: গোলাম মোস্তফা রেজভী, মাওলানা আনোয়ার হোসাইন রেজভী, আব্দুর রহমান রেজভী, মাওলনা নুরুল আমিন রেজভী, মুফ্তি রমজান আলী রেজভী, মাওলানা মাজহারুল ইসলাম রেজভী, মুফ্তি আব্দুল কাদের জিলানী রেজভী, ডা: আব্দুল জলিল রেজভী, মারুফ হোসাইন রেজভী, আব্দুল কাদের রেজভী, বজলুর রহমান রেজভী, ডা: খোরশেদ আলম রেজভী, হাজী মোহাম্মদ আব্দুল মোতালেব রেজভী, আব্দুল করিম মেম্বার, ফজলুর রহমান রেজভী, হাজী আব্দুল্লাহ, এ্যাডভোকেট আলাউদ্দিন কুমিল্লা জেলা ও মহানগর, রেজভীয়া সংগঠন, রেজভীয়া প্রবাসী ঐক্য পরিষদ, রেজভীয়া সুন্নিয়া গাউছিয়া সংগঠন, কুতুবনগর রেজভীয়া সুন্নিয়া সংগঠন সহ রেজভীয়া দরবার শরীফের আলেম উলামা ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে ঈদগাহ মাঠে মিলাদ-মাহফিল, দোয়া ও মুনাজাতে দেশ,জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনার মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।