কুমিল্লায় সম্পত্তি নিয়ে দ্বন্দ্বে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২

মারুফ আহমেদ।।
কুমিল্লার বরুড়া উপজেলার জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আরো ৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (১ সেপ্টেম্বর ) দুপুরে জেলার বরুড়া উপজেলার জালগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন বরুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফিরোজ হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা বরুড়া উপজেলার জালগাঁও গ্রামের আবদুস সাত্তার তার দলবল নিয়ে একই এলাকায় তার জমিতে হালচাষ করতে গেলে পার্শ্ববর্তী এলাকার খোরশেদ আলমের সাথে কথা কাটাকাটি হয়। এসময় সাত্তারকে হালচাষে বাধা দিলে দুই পক্ষের মাঝে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে ঘটনারস্থলে খোরশেদ আলম (৩২) আবদুস সাত্তার (৫৫) মারা যায়। এঘটনায় গুরুতর আহত জয়নাল, মোশাররফ সহ ৫ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হসপিটালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

বরুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফিরোজ হোসেন বলেন, পারিবারিক জমি নিয়ে সাত্তার ও খোরশদের মাঝে দীর্ঘদিন বিরোধ চলছিল। শুক্রবার হালচাষ নিয়ে তাদের মাঝে সংঘর্ষ হয়, ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। এ ঘটনার সাথে কারা জড়িত ছিল, আমরা তদন্ত করে ব্যাবস্থা গ্রহণ করব।