কুমিল্লায় সর্দারসহ ডাকাত চক্রের ৭ সদস্য গ্রেফতার, অস্ত্র ও পিকআপ উদ্ধার

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় আন্তঃজেলা সক্রিয় একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সর্দারসহ সাত ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৬ ডিসেম্বর) দাউদকান্দি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে চক্রের সর্দার মোহাম্মদ সাদ্দাম হোসেনসহ সাতজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি, দেশীয় অস্ত্র এবং বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন দাউদকান্দির টামটা গ্রামের মোহাম্মদ সাদ্দাম হোসেন, কুমিল্লা কোতোয়ালি এলাকার মোহাম্মদ সুমন, বুড়িচং উপজেলার দুলাল মিয়া, ফেনী সদর থানার রামপুর গ্রামের সোলেমান রুবেল, নোয়াখালীর কবিরহাট উপজেলার ফকির আহমেদ আলাউদ্দিন, লক্ষীপুর জেলার রায়পুর উপজেলার মামুনুর রশিদ সোহাগ এবং ভোলা জেলার চরফ্যাশনের মোহাম্মদ শাহীন।

জেলা গোয়েন্দা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় দাউদকান্দি মডেল থানাধীন এলাকায় একটি পিকআপ গাড়িতে করে প্রায় চৌদ্দ থেকে পনেরো জনের একটি ডাকাত দল ইলিয়টগঞ্জ বাজার এলাকায় ডাকাতি সংঘটনের জন্য অবস্থান নিচ্ছে। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহাসড়কের দক্ষিণ পাশে লক্ষীপুরগামী সড়কের মাথায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করলে নীল ও হলুদ রঙের রেজিস্ট্রেশন নম্বরবিহীন একটি পিকআপসহ গাড়ির ভেতরে থাকা সাতজনকে গ্রেফতার করা হয়। তবে অন্ধকারের সুযোগ নিয়ে আরও সাত থেকে আটজন ডাকাত পালিয়ে যেতে সক্ষম হয়।

গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে ডাকাত চক্রের সর্দার মোহাম্মদ সাদ্দাম হোসেনের দেওয়া তথ্যমতে বসতঘরের দরজার পাশে মাটির নিচে পুঁতে রাখা একটি দেশীয় তৈরি এলজি অস্ত্র এবং দুটি বার বোর কার্তুজ উদ্ধার করা হয়। এছাড়া পিকআপ গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয় লোহার কাটার, হাইড্রোলিক কাটার, ধামা, ছেনি, দা ও ছুরিসহ বিভিন্ন ডাকাতি সরঞ্জাম।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ডাকাত সাদ্দামের বিরুদ্ধে ফেনী ও চট্টগ্রামের বিভিন্ন থানায় ছয়টি মামলা, সুমনের বিরুদ্ধে নোয়াখালী, ফেনী, কুমিল্লা ও ময়মনসিংহে সাতটি মামলা, সোলেমান রুবেলের বিরুদ্ধে নোয়াখালী জেলায় পাঁচটি মামলা রয়েছে। এছাড়া ফকির আহমেদ আলাউদ্দিনের বিরুদ্ধে গাজীপুর, কুমিল্লা, ফেনী ও চট্টগ্রামের বিভিন্ন থানায় একাধিক মামলা এবং মামুনুর রশিদ সোহাগের বিরুদ্ধে নোয়াখালী, চাঁদপুর ও লক্ষীপুর জেলার বিভিন্ন থানায় আটটি মামলা রুজু রয়েছে।

এ ঘটনায় দাউদকান্দি মডেল থানায় ডাকাতির প্রস্তুতি ও সমাবেশের অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। একটি মামলায় দণ্ডবিধির তিনশ নিরানব্বই ও চারশ দুই ধারায় এবং অপর মামলায় অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে এবং পলাতক ডাকাতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।