স্টাফ রিপোর্টার।।
বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন করেছেন কুমিল্লার লাকসাম ক্রসিং হাইওয়ে থানা পুলিশ সদস্যরা। রোববার বিকেলে থানা প্রাঙ্গনে কেক কাটা, মিষ্টি বিতরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।
কেক কাটা শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লাকসাম ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জিয়াউল চৌধুরী টিপু। এসময় সদর দক্ষিন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবদুর রহিম, কুমিল্লা সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের সাভেক ভিপি ও যুবলীগ নেতা কামরুল হাসান শাহিন, কমিউনিটি পুলিশের সভাপতি তোরাব আলী, সিএনজি মালিক সমিতির সভাপতি আবদুর রবসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
আলোচনা সভায় প্রধান অতিথি লাকসাম ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জিয়াউল চৌধুরী টিপু তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতেৃত্বের কারনে বাংলাদেশের উন্নয়নে আমূল পরিবর্তন এসেছে। এছাড়া তিনি বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশপ্রাপ্তি ও ৭ই মার্চের ভাষণের তাৎপর্য তুলে ধরেন।
আলোচনা সভার শুরুর দিকে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষন বড় পর্দার মাধ্যমে উপস্থিত দর্শকদের জন্য প্রদর্শন করা হয়।