কুমিল্লায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে হাইওয়ে পুলিশ

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ময়নামতিক্রসিং হাইওয়ে থানা পুলিশ। শুক্রবার বিকেলে জেলার বুড়িচং উপজেলার নিমসার বাজারে সড়কের পাশে অস্থায়ীভাবে গড়ে উঠা বেশকয়েকটি দোকান উচ্ছেদ করেন তারা।

অভিযানের নেতৃত্ব দেন হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের সার্কেল এএসপি মোঃ ইমরুল হাসান। এসময় ময়নামতি হাইওয়ে থানার ওসি আনিছুর রহমান সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ময়নামতি হাইওয়ে থানার ওসি আনিছুর রহমান জানান, কুমিল্লা রিজিয়ন হাইওয়ে পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক সার্কেল এএসপির নেতৃত্বে নিমসার বাজার এলাকায় অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মহাসড়কের দুই পাশে ২০ ফুটের মধ্যে অবৈধভাবে গড়ে ওঠা ফলের দোকান, চটপটির দোকান ও সবজির দোকানসহ শতাধিক দোকান উচ্ছেদ করা হয়। মহাসড়কে যানজট ও দুর্ঘটনা মুক্ত রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।