স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় আজ ২০৪টি নমুনার ফলাফল পাওয়া গেছে। এতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৭৯জনের। আজ নমুনা প্রেরণ করা হয়েছে ৫৪টি। এখন পর্যন্ত ১৯হাজার ৫০৬জনের নমুনা প্রেরণ করা হয়েছে। ফল এসেছে ১৮ হাজার ৮৭৭টি নমুনার। জেলায় সর্বমোট করোনা শনাক্ত হয়েছে তিন হাজার ৭৭৮জনের। আজ আক্রান্তরা হলেন, কুমিল্লা সিটি করপোরেশনের ২৮জন, সদর দক্ষিণের ১০জন, লাকসামের সাতজন, হোমনার ১১জন,চৌদ্দগ্রামের ২০জন ও বুড়িচংয়ের তিনজন। আজ নতুন করে কেউ সুস্থ হয়নি। মোট সুস্থ এক হাজার ৬১৩জন। জেলায় আজ কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। জেলায় এখন পর্যন্ত মারা গেছে ১০৩জন।
কুমিল্লার সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।