কুমিল্লায় ছাত্রলীগের মাস ব্যাপী ইফতার বিতরণ শুরু

আবু সুফিয়ান রাসেল।।
কুমিল্লায় ছাত্রলীগের মাস ব্যাপী ইফতার বিতরণ শুরু হয়েছে। শনিবার পহেলা রমজান ইফতার বিতরণ উদ্বোধন করেন দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি আবু তৈয়ব অপি। দক্ষিণ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম রুবেল হোসেনের অর্থায়নে এ আয়োজন করা হয়।
ছাত্রলীগ নেতা রুবেল হোসেন বলেন, ছাত্রলীগের উদ্যোগে মাসব্যাপী ছিন্নমূল অসহায় ভাসমান মানুষদের মাঝে ইফতারের আয়োজন করা হয়েছে। পহেলা রমজান থেকে ত্রিশ রমজান পর্যন্ত এ আয়োজন থাকবে। কুমিল্লার মানুষের পাশে থেকে ছাত্রলীগ কাজ করতে চায়। ইতিপূর্বে আমরা বিনামূল্য সবজি বিতরণ করেছি। এছাড়াও অল্প আয়ের মানুষকে আমাদের অর্থিক সহযোগিতাও অব্যাহত রয়েছে।

error: ধন্যবাদ আপনাকে!