কুমিল্লায় ট্রেন ও পিকআপ সংঘর্ষের সোয়া ৭ ঘন্টা পর রেল চলাচল শুরু

ডেস্ক রিপোর্ট।।
কুমিল্লায় চট্টগ্রাম অভিমুখী মহানগর যাত্রীবাহী ট্রেন ও সবজি ভর্তি পিকআপ ভ্যানের সংঘর্ষে ট্রেনের মধ্যখানের ৩টি বগি লাইনচ্যুত হয়ে ঢাকা-চট্টগ্রাম ও সিলেট রুটে সোয়া ৭ ঘন্টা রেল চলাচল বন্ধ ছিল। আজ শনিবার রাত ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড রেলওয়ে ওভার পাসের নিচে এ দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনার কারন জানতে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

দূর্ঘটনায় হতাহতের ঘটনা না ঘটলেও ঢাকা-চট্টগ্রাম ও সিলেট রেলপথে রাত ২টা থেকে সকাল সোয়া ৯টা পযন্ত বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়ে ছিল।

কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইসমাইল হোসেন সিরাজী জানান, দূঘর্টনায় তেমন কোন হতাহত হয়নি। সামান্য ২/১ জন আহত হলেও প্রাথমিক চিকিৎসা শেষে তারা সুস্থ হয়েছেন।

এদিকে উদ্ধার কাজে আসা কুমিল্লা রেলপথ বিভাগের উর্ধŸতন সহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার জানান, দূঘর্টনা কবলিত ট্রেনটির মাঝের ৩টি বগি রেখে সামনের ৭টি বগি লাকসাম জংশনে এবং বাকী ৭ টি কুমিল্লা রেলওয়ে স্টেশনে নেয়া হয়েছে। লাকসাম জংশন ও আখাউড়া লোকোসেড থেকে ২টি রিলিফ ট্রেন এ উদ্ধার কাজ চালিয়েছে বলে জানিয়েছেন তিনি।