স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় নতুন করে ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ছয় হাজার ২৩৭ জনের। জেলায় এদিনে ৭২ জনসহ সর্বমোট সুস্থ হয়েছে চার হাজার ৭৫৩ জন। রোববার একজনসহ এ পর্যন্ত মোট মারা গেছেন ১৫৬জন। রোববার সিভিল সার্জন অফিস এই তথ্য জানায়।
সিভিল সার্জন অফিস সূত্র জানায়, রোববার শনাক্তদের মধ্যে রয়েছে কুমিল্লা নগরী, সদর দক্ষিণ, চান্দিনা ও চৌদ্দগ্রামে দুইজন করে, বরুড়া ও দাউদকান্দিতে চারজন করে, নাঙ্গলকোট ছয়জন,দেবিদ্বারে ১০জন, মুরাদনগরে তিনজন, হোমনায় সাতজন, তিতাস ও মনোহরগঞ্জে একজন করে।
এ দিন নতুন করে, কুমিল্লা নগরীতে ৩১জন,চান্দিনায় একজন,মনোহরগঞ্জে সাতজন,বুড়িচংয়ে ১৪জন,দেবিদ্বারে ১১জন ও নাঙ্গলকোটে আটজনসহ ৭২ সুস্থ হয়েছে। এ পর্যন্ত জেলায় ২৮ হাজার ৯৮৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনার ফল এসেছে ২৮ হাজার ১৮৮টি।