স্টাফ রিপোর্টার।।
বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস কাবাডি প্রতিযোগিতার আঞ্চলিক পর্বের পুরুষদের খেলায় কুমিল্লা জেলা দল চট্রগ্রাম জেলা দলের মুখোমুখি হয়েছে।
রোববার বিকেলে কুমিল্লা জিমনেসিয়ামে জেলা পুলিশ ও কুমিল্লা জেলা ক্রিড়া সংস্থা আয়োজিত প্রতিযোগিতায় কুমিল্লা জেলা দল ২৯ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন এবং ২৪ পয়েন্ট পেয়ে চট্টগ্রাম জেলা দল রানার আপ হয়েছে।
এর আগে একই ভেন্যুতে মহিলাদের খেলায় রাঙামাটি জেলা দল ৩৬ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয় এবং কুমিল্লা জেলা দল ২৪ পয়েন্ট পেয়ে রানার আপ হয়।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন কুমিল্লার জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান। এ সময় পুলিশ সুপার ফারুক আহমেদ ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান রোমেন সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।