কুমিল্লায় ভেজাল ওষুধ বিক্রয়কারী দুইজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় ভেজাল ও সরকারী ওষুধ বিক্রির অপরাধে দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব। গেল রাতে জেলার সদর উপজেলার আলেখারচর মেডিসিন মার্কেট থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় উদ্ধার করা হয় বিপুল পরিমান আমদানি নিষিদ্ধ ভারত, ইউএসএ, শ্রীলংকা ও দেশীয় বিক্রয় নিষিদ্ধ সরকারী ওষুধ। উদ্ধারকৃত এসব ওষুধের মুল্য প্রায় দেড় লাখ টাকা।

র‌্যাব কুমিল্লার উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হেসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধায় কুমিল্লা মেডিসিন মার্কেটে অভিযান চালায় র‌্যাব সদস্যরা। এসময় প্রিযাংকা ফার্মেসি থেকে বিপুল পরিমান আমদানি নিষিদ্ধ বিভিন্ন দেশের অবৈধ ওষুধ উদ্ধার করা হয়। একই আভিযানিক দল পাশ্ববর্তী আব্দুল্লা ফার্মেসী থেকে বিক্রয় নিষিদ্ধ সরকারী ওষুধ জব্দ করে।

এসময় ওই ফার্মেসী দুটি থেকে গ্রেফতার করা হয় চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ভাট্টেরহদ গ্রামের আলমগীর হোসেন এর ছেলে আরমান হোসেন (১৯) ও কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিটিচারপাড়া গ্রামের নুরুদ্দিন মিয়া এর ছেলে সাইফুল ইসলাম (২৩)নামে দুই ব্যাক্তিকে।

র‌্যাবের দাবি এসব ফার্মেসীতে দীর্ঘদিন ধরে বিক্রয় নিষিদ্ধ ও অনুমোদনহীন এসব ওষুধ বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করেছে র‌্যাব।