কুমিল্লা প্রান্তিক নারী ফুটবল একাডেমিকে বাফুফের ওয়ান স্টার একাডেমি ঘোষনা

কুমিল্লা প্রান্তিক নারী ফুটবল একাডেমিকে বাফুফের ওয়ান স্টার একাডেমি ঘোষনা করা হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উদ্যোগে সারা দেশে তৃণমূল থেকে ফুটবলার তৈরির লক্ষে ওয়ান স্টার একাডেমি করার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এ লক্ষে কুমিল্লা নারী ফুটবলারদের নিয়ে কাজ করা প্রান্তিক একাডেমি পরিদর্শন করে ওয়ান স্টার একাডেমি ঘোষন করা হয়।
শুক্রবার ( ৩১ মে ) বিকেলে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও কুমিল্লা জেলা ফুটবল এসোসিযেশনের সভাপতি নাজমুল আহসান রোমেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল কমিটির সমন্বয়কারী মাহবুব আলম পলো। উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সদস্য জগন্নাথপুর ইউনিয়ন চেয়ারম্যান মামুনুর রশিদ, ক্রীড়া সংগঠক দুলাল মাহমুদ, কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারন সম্পাদক বাদল খন্দকার, ক্রীড়া অফিসার নাজিম উদ্দিন, প্রান্তিক একাডেমির কোচ ইকবাল খন্দকার, জেলা ক্রীড়া সংস্থার কোষদক্ষ আল আমিন ভূইয়া, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সাইফুল আলম বাবু, সদস্য দেলোয়ার হোসেন জাকির, কোচ মাসুদ আলম জাহাঙ্গীর। অনুষ্ঠছানে ৫০ জন নারী ফুটবল খেলোয়ার উপস্তিত ছিলেন। বাফুফের ওয়ান স্টার একাডেমি কার্যক্রমের মধ্যদিয়ে খেলোয়াড়দের প্রশিক্ষন সহ সকল ধরনের সাপোর্ট প্রদান করা হবে।