কুমিল্লা বরুড়ায় প্রধান শিক্ষকের পদত্যাগের দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

এইচ.এম.তামীম আহাম্মেদ।।
কুমিল্লা বরুড়া উপজেলার  আগানগর ইউনিয়নের বড় হাতুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলমের পদত্যাগের দাবিতে  বিক্ষোভ করেছেন স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকেরা। গত  ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার  স্কুল মাঠে  এ বিক্ষোভ করেন তারা। 

বিক্ষোভে শিক্ষার্থীরা বলেন, আমরা কোনো স্বৈরাচার প্রধান শিক্ষক চাই না। দুর্নীতিবাজ প্রধান শিক্ষিককে অতি দ্রুত পদত্যাগ করতে হবে। লম্পট মোঃ জাহাঙ্গীর স্যারের’ হাত থেকে মুক্তি ও তার বিচার চাই।

স্কুলের নবম  শ্রেণির একজন ছাত্রী বলেন, আমাদের  স্যার শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক অত্যাচার করতেন। স্যার ক্লাসেও মেয়েদের নিয়ে বাজে মন্তব্য করেন।

স্যার অফিসে বসে ধুমপান করতেন৷  তিনি প্রধান শিক্ষক হয়ে যদি এমন কর্মকান্ড করেন; আমরা শিখব কার কাছ থেকে।  প্রধান শিক্ষিকের নামে টাকা আত্মসাতেরও অভিযোগ আছে। এমন দুর্নীতিবাজ ও লম্পট শিক্ষকের পদত্যাগ চাই। সকাল ১০ টা থেকে আমরা এখানে অবস্থান করছি।   বহিরাগতরা আমাদের গায়ে হাত উঠিয়েছেন এবং নানা হুমকি ধমকি দিচ্ছেন।

জানা গেছে বিদ্যালয়টির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার  এমং মারমা মং।  তাৎক্ষণিক তাকে বিষয়টি অবগত করলে তিনি দ্রুত সময়ে এসে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের আইনী প্রক্রিয়া আশস্থ করেন। শিক্ষার্থীদের গায়ে যারা হাত তুলেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দ্রুত প্রক্রিয়ার জন্য ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে বিভিন্ন দিক নির্দেশনা দেন এবং তদন্ত কমিটি গঠন করে দেন।