স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় স্থানীয় সরকার প্রতিষ্ঠান শক্তিশালী ও গতিশীলকরণ সংস্কার ভাবনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান ড.তোফায়েল আহমেদ।
বার্ড এর মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মাসুদা কামাল, নারী উদ্যোগ কেন্দ্রের নির্বাহী পরিচালক মাসহুদা খাতুন শেফালী।
প্রধান অতিথির বক্তব্যে ড. তোফায়েল আহমেদ বলেন, একই দিনে স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থা করা হলে নির্বাচনী ব্যয় অনেক কমে আসবে। একটি সরকার নির্বাচিত হওয়ার ৩মাসের মধ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো যাত্রা শুরু করলে সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন সহজ হবে। নির্বাচন ব্যবস্থায় সংস্কার এবং স্থানীয় প্রতিনিধিদের নির্বাচনে রাজনৈতিক পেশী শক্তির ব্যবহারের যে সংস্কৃতি রয়েছে তার পরিবর্তন আনতে হবে।