কুমিল্লা সদর দক্ষিণে যুবককে গাছের সাথে বেঁধে নির্যাতন

সদর দক্ষিণ প্রতিনিধি।।।
কুমিল্লা সদর দক্ষিণের রামচন্দ্রপুর ফল্ডারপাড় গ্রামে বাইজিদ হৃদয় নামের যুবককে গাছের সাথে বেঁধে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে একই গ্রামের কবির ও জসিমের বিরুদ্ধে। এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

নির্যাতনের শিকার হৃদয়ের মা বকুল জানান, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের রামচন্দ্রপুর ফল্ডারপাড় গ্রামের কবির ও তার ভাই জসিম ৪ মে শনিবার সকালে টাকা পাওয়ার অভিযোগ এনে বাইজিদ হৃদয়কে মারধর করে জোরপূর্বক ঘর থেকে তুলে নিয়ে যায়।

হৃদয়কে ঘর থেকে তুলে নেয়ার সময় বাধা দিলে কবির ও জসিম আমাকে এবং আমার শাশুড়িকে মারধর করে। ঘরে ঢুকার পর কবির ও জসিম হৃদয়ের মায়ের স্বর্ণের নাকফুল, স্বর্ণের চেইন, কানের ধুল সহ মোট আড়াই ভরি স্বর্ণ লুটপাট করে নিয়ে যায়। পরে হৃদয়কে জোরপূর্বকভাবে উঠিয়ে নিয়ে লাঠি ও রড দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে। দীর্ঘক্ষণ শারীরিক নির্যাতনের পর ৫ মে রবিবার স্থানীয় জাকির মেম্বারের কাছে প্রায় অজ্ঞান অবস্থায় তাকে রেখে যায়। হৃদয়ের উপর অমানবিক নির্যাতনের ফলে পুরো শরীরে আঘাতের চিহ্ন ফুলে উঠে। নির্যাতনকারী কবির ও জসিমকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান হৃদয়ের মা বকুল।
এদিকে যুবক হৃদয়ের উপর অমানবিক নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় তোলে সচেতন মহল। তারাও এঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন।

স্থানীয় ইউপি মেম্বার জাকির হোসেন জানান, হৃদয় নামক ছেলেটির উপর অমানবিক নির্যাতন চালানো হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের শাস্তি হওয়া উচিত।
অভিযুক্ত কবির হোসেন জানান, পাওনা টাকা না দেওয়ার হৃদয়কে মারধর করা হয়েছে।

এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর ভূইয়া জানান, দোষীদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।