স্টাফ রিপোর্টার।।
গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে তিনজন নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। করোনায় একজন পুরুষ এবং উপসর্গ নিয়ে মারা গেছেন তিনজন মহিলা। শুক্রবার কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মুজিবুর রহমান এসব তথ্য জানান।
করোনা পজিটিভে মারা গেছেন জেলার বরুড়া উপজেলার আবদুর কাদের (৭৫) । উপসর্গ নিয়ে মারা গেছেন একই জেলার সদর উপজেলার আনোয়ারা বেগম (৮০), দাউদকান্দি উপজেলার ঝরনা বেগম(৫০) এবং চৌদ্দগ্রাম উপজেলার আকতার বানু (৫৫)। বর্তমানে এই হাসপাতালে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে একই হাসপাতালে ভর্তি আছেন ১২৯ জন ।
উল্লেখ্য, এই হাসপাতালে করোনা ইউনিটে পজিটিভ ও উপসর্গ নিয়ে মোট মারা গেছেন ৩৪৫ জন।