কুসিক নির্বাচন: ভোটগ্রহণ শুরু, আজ আওয়াল কমিশনের প্রথম পরীক্ষা

নাজমুল সবুজ, কুমিল্লা।।

কুমিল্লা সিটি কর্পোরেশনের ভোট গ্রহণ শুরু হয়েছে বুধবার সকাল হতে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা সিটির ২৭টি ওয়ার্ডের ১০৫ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এটি নবগঠিত কমিশনেরও প্রথম পরীক্ষা।

কুমিল্লা সিটির এই নির্বাচনে মেয়র পদে পাঁচ প্রার্থী থাকলেও মূল লড়াই হবে তিন হেভিওয়েট প্রার্থীর মধ্যে। তারা হলেন- নৌকা প্রতীকের প্রার্থী আরফানুল হক রিফাত, সদ্য সাবেক মেয়র ও স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু এবং আরেক স্বতন্ত্র প্রার্থী নিজামউদ্দিন কায়সার। নবগঠিত নির্বাচন কমিশনের অধীনে প্রথম এই নির্বাচনকে কেন্দ্র করে কমিশন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। ভোটগ্রহণ নির্বিঘ্ন করতে ১০৫টি ভোটকেন্দ্র থাকছে ৮৫০টি সিসি ক্যামেরা বসানো হয়েছে।

অপর দুই মেয়র প্রার্থী হলেন, ইসলামী আন্দোলনের রাশেদুল ইসলাম (হাতপাখা) এবং নাগরিক কমিটির কামরুল আহসান বাবুল (হরিণ)। এছাড়া কাউন্সিলর পদে ১০৮ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই নির্বাচনে ভোটার আছেন ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। যার মধ্যে ১ লাখ ১২ হাজার ৮২৬ জন পুরুষ, ১ লাখ ১৭ হাজার ৯২ জন নারী ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২ জন।